Skip to main content

Posts

ভিসা ও পাসপোর্ট থাকার পরও বেওয়ারিশ হিসেবে দাফন হয়েছে মোহাম্মদ শাওন নামের এই মালয়েশিয়া প্রবাসী।

 ভিসা ও পাসপোর্ট থাকার পরও বেওয়ারিশ হিসেবে দাফন হয়েছে মোহাম্মদ শাওন নামের এই মালয়েশিয়া প্রবাসী।  মৃত শাওনের মা হাইকমিশন থেকে কোনো সহায়তা পায়নি, হাইকমিশন কে জানিয়ে বা হাইকমিশন জানা স্বত্ত্বেও কোনো  হেল্প করেনি। হাইকমিশন এর কর্মকর্তারা কেন মালয়েশিয়া আছে, আসলে তাদের কাজ কি? তাদের বেতন আসে কোথা থেকে, কেনো তারা বেতন বা তাদের পরিবার সহ মালয়েশিয়ায় থাকে এইটা তারাও জানে না। অন্যান্য দেশের হাইকমিশন যেই পরিমান সেবা দেয়, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন তার বিন্দুমাত্র সেবা দেয় না, তাদের কাজ বিশেষ দিনে হাইকমিশনে বক্তব্য দেয়া, সাংবাদিকদের ডেকে খাওয়াদাওয়া করা।  এদের কাজ শেষ।  আজ শাওন বেওয়ারিশ হয়ে দাফন হয়েছে, কাল এমন আরও অনেক শাওন হবে। আর আমাদের হাইকমিশন কোনো এক অফিসিয়াল সেমিনারে বলবে প্রবাসীরা তাদের নিয়ে সমালোচনা করে, তারা অনেক কাজ করে উলটে ফেলছে। প্রবাসী শাওনের জন্য দোয়া করবেন, আল্লাহ তায়া’লা এই প্রবাসীকে জান্নাতবাসী করুন।
Recent posts

হলুদিয়া পাখী সোনারই বরণ... পাখীটি....ছাড়িল কে.

 রোজ সকালে আমার মেহগণি বাগানে  উড়ি-উড়ি করে। চমৎকার করে ডাকে। জট ডুমুর গিলে খায়। দুষ্টু কাল কাক তাড়িয়ে বেড়ায়। কাল ফিংগে এগাছ-ওগাছ ক'রে ঘোরে। এত দুষ্টু এই কাল কাক, মাঝে-মাঝে গাছে বসে চমৎকার করে বীণার সুরে ডাকে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে কান পেতে শুনি, দেখি। বসন্ত বাহার পাখী লম্বু গাছের ডালে পাতার আব্ডালে বসে,হামান দিস্তির পান বাটার সেই ঠক্-ঠক্ শব্দে ডাকে। আর ও আসে বিশ্বকবি রবিবাবুর বিশ্বনন্দিত হল্দি আর সাদা রং বউ কথা কও পাখী। আমাকে মিষ্টি সুরে, দুষ্টুমী করে, ডেকে বলে যায়, "বউ কথা কও।" মনে পড়ে যায়, প্রয়াত বিখ্যাত প্রিয় পল্লী শিল্পী, আব্বাস উদ্দীনের বিখ্যাত সেই  গান, "হলুদিয়া পাখী সোনারই বরণ... পাখীটি....ছাড়িল কে...."

কাজী যতো বিয়া পড়ায় না, তার চেয়ে বেশি বিয়া আমি পড়াই। তাও আবার ডেইলি।

 কক্সবাজারে হোটেলের এক রিসিপশনিস্টের সাথে মিটিং হলো, তিনি বললেন, কাজী যতো বিয়া পড়ায় না, তার চেয়ে বেশি বিয়া আমি পড়াই। তাও আবার ডেইলি।  কিভাবে?  ঢাকা থেকে বাবা মাকে ভুজুং ভাজুং দিয়ে উঠতি বয়সি খোকাবাবু এবং খুকুমণিরা আমাদের হোটেলে সুয়ামি আর ইসতিরি পরিচয় দিয়ে রুম নিচ্ছে। নিজেদের মতো করে সময় কাটাচ্ছে, এই হচ্ছে দেশের অবস্থা।  স্টাডি ট্যুরে এসে সেখান থেকে হঠাত দুই ঘণ্টার জন্যে ধরেন মন্টু আর মুন্নি গায়েব। কি ব্যাপার? কি ব্যাপার? সেই দুই ঘণ্টায় তারা হোটেলে উঠে আসছে জামাই বৌ হয়ে।  সব ধরনের হোটেলেই এরকম শত শত মোবাইল বৌ আর মোবাইল জামাই আছে। কিশোর বয়সী ছেলেমেয়েরা হোটেলে রুম ভাড়া করে স্বল্প সময় বা দীর্ঘ সময়ের জন্যে। স্টাডি ট্যুর, ব্যাচ ট্যুর এগুলা বালফ্রেন্ড এবং গালফ্রেন্ডের এক সাথে রাত কাটানোর একটা উপলক্ষ মাত্র।  গতকাল সাঁতার কাটতে গিয়ে দেখি দুই খুকি অতি স্বল্প বসনে পুলপাড়ে বসে বিড়ি ফুকাচ্ছেন, হুট করে সেখানে ৩ খোকার আগমন। এসে একজন আরেকজনের সাথে কিসমিস খাচ্ছে। মাঝে বিড়ি টানছে। এখানে কে কার বৌ, কে কার ভাবী, কে কার শালী, আল্লাহ্‌ ভালো জানেন। মানে পুরা পিনিকময় পরিবেশ।  ...

নির্মমতার গল্প... প্রবাস বা ইউরোপ যাদের লক্ষ্য

 ইউরোপের উন্নত দেশে চাকরি স্বপ্ন নিয়ে নৌপথে যাত্রা শুরু করেছিলো ফরিদপুরের শাহ আলম (ছদ্মনাম)। এর আগে ঘুরতে হয়েছে এক দেশ থেকে আরেক দেশে। কখনো বিমানে, কখনো নৌকা বা জাহাজে, কখনো বাসে বা অন্য কোনো বাহনে৷ কখনো পায়ে হাঁটিয়েও তাকে নিয়ে যাওয়া হয়৷ অতিক্রম করতে হয় পাহাড়, বন, সমুদ্র কিংবা মরুভূমি৷ পথ চলতে হয় যানবাহনে ঝুলে ঝুলে, যেতে হয় নৌকা বা জাহাজের খোলে লুকিয়ে। এতো দুর্গম পথ পাড়ি শেষে নৌকাযুগে ইটালির সীমান্তে পৌঁছান শাহ আলম ও তার সহযাত্রীরা। কিন্তু কপাল খুলেনি বরং উল্টো আটকে যায়।ঠাঁয় হয় আশ্রয় কেন্দ্রে।পরে জাতিসংঘের অভিবাসন সংস্থার সহযোগিতায় কোনো রকমে জীবন নিয়ে ফিরে আসতে সক্ষম হয় দেশে।স্বপ্ন তো গেছেই। জমি-জমা বিক্রি করে ও ঋণ নিয়ে যে মোটা অংকের টাকা ব্যয় করেছিলেন, তাও গেছে জলে। মাদারিপুরের কবির হোসেনও(ছদ্মনাম) শিকার প্রায় একই রকম চক্রের ষড়যন্ত্রে। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে দালাল ধরে মালয়েশিয়ার ভিসা করেন তিনি। মালযেশিয়ায় পৌঁছতেও সক্ষম হন। কিন্তু বিপত্তি ঘটে যখন কবির হোসেন জানতে পারেন, তাকে যে ভিসা দেওয়া হয়েছে সেটা সাত দিনের ভ্রমণ ভিসা। ফলে তিনি সাতদিন পর আটক হন মা...

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরামর্শক টিমে স্থান পেয়েছেন ভারতীয় কাশ্মীরের নারী সামিরা ফাজিলি।

 

ফাইজারের টিকা নেওয়ার পর নরওয়েতে ২৩ জনের মৃত্যু

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, টিকা নেওয়ার পর এর পার্শ্বপ্রতিক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। খবর- নিউইয়র্ক পোস্টের। ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়া ওই ২৩ জনই নরওয়ের বিভিন্ন নাসিংহোমের বাসিন্দা। এদের মধ্যে ১৩ জনের বয়স ৮০ বছরের বেশি। টিকা নেওয়ার পর তাদের জ্বরসহ আরও বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। নরওয়ের মেডিসিন এজেন্সি শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ধারণা করা হচ্ছে ফাইজার-বায়োনটেকের এই টিকা বয়স্ক মানুষের জন্য মারাত্মক রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এজেন্সির মেডিক্যাল ডিরেক্টর স্ট্রেইনার ম্যাডসেন সাংবাদিকদের বলেছেন, এই ঘটনার পর এখন ডাক্তারদের বিবেচনায় নিতে হবে যে, কাকে টিকা দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না। নরওয়ের ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ বলছে, এই টিকা গ্রহণের পর ২৩ জনের মৃত্যুর ঘটনার মধ্যদিয়ে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ফাইজার-বায়োনটেকের ভ্যাকসিনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়াও মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।

কুরআনের আয়াতে বর্ণিত সমস্ত দুয়া সমুহ

 #সংগ্ৰহ_ক‌রে_রাখুন। (সংগৃহিত)  কুরআনের প্রায়  সমস্ত দোয়াগুলি এক জায়গায় অর্থ সহ লিপিবদ্ধ করে দেয়া হলো। এ দোয়াগুলি নিজে মুখস্থ করুন এবং অপরকে পড়ার ও মুখস্থ করার সুযোগ করে দিন। ✅  رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ، وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ، البقرة ١٢٧ ১৷হে আমাদের প্রভূ! তুমি আমাদের থেকে (সব দোয়া) কবুল করো। নিশ্চয়ই তুমি সবকিছু শুনতে পাও ও সব কিছু জানো। আর তুমি আমাদের তাওবাহ্ কবুল করো। অবশ্যই তুমি একমাত্র তাওবাহ্ কবুলকারী ও দয়াময়"।সুৱা বাকাৱাঃ- আয়াত নং ১,২৭  ✅ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ, البقرة ٢٠ ২৷হে আমাদের প্রভু! তুমি দুনিয়া ও আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করো। আর দোজখের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও"।সুৱা বাকাৱাহঃ- আয়াত ২০  ✅  رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ،البقرة ٢٥ ৩৷হে আমাদের রব! আমাদের উপর ধৈর্য ঢেলে দাও, আমাদের পা অটল রাখ এবং কাফের সম্প্রদায়ের বিরু...